Welcome To The Website Of HSC Batch-22 Of Ghatail Cantonment Public School & College....!
২০২০-২১ শিক্ষাবর্ষে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য এই সাইটটি ক্রিয়েট করা হলো। ভর্তি নিশ্চায়নকৃত সকল নবীন শিক্ষার্থীদের কলেজ ভর্তি, হোস্টেল -সিট,সহ শিক্ষা কার্যক্রম, ক্লাস টাইমিং, কলেজ- বাস,পরীক্ষা সংক্রান্ত ইত্যাদি সকল তথ্য প্রদান, কলেজ কর্তৃক ইমারজেন্সি নোটিশ প্রদান এবং স্টাডি বিষয়ক যেকোন সমস্যা সমাধানে সাইটটি নিয়োজিত থাকবে।
★কলেজ পরিচিতিঃ
১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান শাখা নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ১৯৯৬ সালে প্রাথমিক শাখা, ১৯৯৭ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা চালু করে। ২০০৮ সালে ন্যাশনাল কারিকুলামের আওতায় ইংলিশ ভার্সন চালু করে যা প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠানের মর্যাদা দান করে। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি স্বমহিমায় ভাস্বর।
লোকেশনঃ
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজটি টাঙ্গাইল জেলার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। জেলা শহর থেকে ৩৬ কি.মি. এবং ঘাটাইল উপজেলা সদর থেকে ৫ কি.মি. উত্তরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শাহ্পুর টি-জংশন থেকে তিন কি.মি. পূর্বে শির উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি।
এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষস্থানীয় ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অন্যতম।
শুরু থেকে স্বমহিমায় উজ্জ্বল এই প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার্স এর দক্ষ নেতৃত্ব, নিবিড় পর্যবেক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানে এখানকার শিক্ষার্থীরা এসএসসি,-২০২০ সহ ২০১৯ সালের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষস্হানীয় ফলাফল অর্জন করেছে। এইচএসসি পরীক্ষায় বরাবরই টাংগাইল জেলায় ১ম ও রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠান এটি। এ প্রতিষ্ঠানের প্রতিবছরের সকল পাবলিক পরীক্ষায় পাসের হার ১০০%।
শুধু লেখাপড়া নয় সহপাঠ কার্যক্রম অর্থাৎ খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানটি ভূয়সী প্রশংসার অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপজেলা, জেলা, আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। অত্র প্রতিষ্ঠানের রোভার স্কাউট, গার্ল গাইড ও বিএনসিসি দল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
স্লোগানঃ বিকর্শিত হও ভবিষ্যতের জন্যে
Finally,Again Welcome to Ghatail!
Support the College, Stay with this site & keep enjoy on this.
Announcer: Parvejur Rahaman Riyon →(Group Creator & Admin Of "HSC Batch-22 Of Ghatail Cantonment public College")
0 Comments